কার্পাসডাঙ্গা কাস্টম মোড়ে মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষ
স্টাফ রিপোর্টার: দামুড়হুদার কার্পাসডাঙ্গা কাস্টম মোড়ে মোটরসাইকেল ও মাটি বহনকারী ট্রাক্টরের সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে ট্রাক্টর মালিক ও তার চালক ঘটনা যাতে পত্রিকায় না আসে তার জন্য বিভিন্নভাবে তদবির চালিয়ে যাচ্ছেন বলে এলাকাসূত্রে জানা গেছে।
সূত্র জানায়, গত শনিবার সকাল ৮টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলাল হোসেনের ছেলে বাজারের কাপড়ব্যবসায়ী সুলতান হোসেন (৩৪) ও জীবননগর উপজেলার নিশিন্তপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে (সুলতানের খালাতো ভায়রা) রেজাউল হক (৩৭) মোটরসাইকেলযোগে কার্পাসডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বাজারের দিক থেকে মাটি বহনকারী একটি ট্রাক্টর মোটরসাইকেলকে চাপা দেয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন মাটিতে লুটিয়ে পড়েন। তাদেরকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে। পরে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। রেজাউলের দু উরুর ওপর দিয়ে ট্রাক্টরের সামনের চাকা চলে যায়। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সুলতানেরও পা ভেঙে গেছে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
এলাকাসূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত ট্রাক্টর মালিক কার্পাসডাঙ্গা গ্রামের কেরামত আলীর ছেলে শওকত আলী। আর তার ড্রাইভার কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ার মওলা বকশের ছেলে মজনু। তারা বিভিন্নভাবে ঘটনার দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে কেউ কেউ অভিযোগ করেন।