জামজামি প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ২ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার বেলা ৯টায় বিদ্যালয়ের সবুজ চত্বরে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম। এ ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনে গত বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় মঞ্চে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি খন্দকার হারুন রেজা। পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন সিনিয়র শিক্ষক মো. কফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জামজামি ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মো. রাহাব উদ্দিন, বিদ্যালয় পিটিএ সভাপতি শহিদুল ইসলাম ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কে,এ, মান্নান ।
সিনিয়র শিক্ষক মো. শামীম হাসানের উপস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক শাহনাজ পারভীন, মহাম্মদ আলি , খন্দকার গোলাম আবেদ, মল্লিকা পারভীন, হোসনে আরা, উসমান গনি টুটুল, লুৎফর রহমান প্রমুখ। সাংস্কৃতিক এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিলো যেমন খুশি তেমন সাঁজো । ৭১’র বীর মুক্তিযোদ্ধা স্ট্রাচু সেজে দর্শক প্রিয়তা অর্জন করে শিক্ষার্থী সাকলাইন ও সঙ্গীরা । দেশের গান আধুনিক গান ও রবীন্দ্র সঙ্গীত সুর মুচ্ছনা তোলে নবম শ্রেণির ছাত্রী উম্মে নাঈমা খন্দকার। বিজয়ীদের হাতে পুরস্কারের ক্রেস্ট বিতরণের মধ্যদিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।