সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদরাসার ২ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আকিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি হাজি মজিবর রহমান উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক সুরত আলী, ডা. আহাম্মদ হুসাইন মনির, মাদরাসার সুপার আব্দুর রহমান, পরিচালনা কমিটির সদস্য নাসির উদ্দিন, সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহসুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মোখলেচুর রহমান লিটন ও ক্রীড়াশিক্ষক মাজেদুল হক।