স্টাফ রিপোর্টার: পথ ভুলে চুয়াডাঙ্গায় আসা কিশোরীকে পুলিশ নিরাপদে তার নানাবাড়ি জীবননগরের চাকলা গ্রামে পৌছে দিয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ এ দায়িত্ব পালন করে। গতপরশু শুক্রবার কিশোরী চুয়াডাঙ্গায় পৌছে জানায়, সে পথ ভুলে এসে পড়েছে। শহীদ হাসান চত্বর থেকে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, যশোর চৌগাছার হাড়িয়া বেলেমাঠ গ্রামের তোফাজ্জেল হোসেনের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী শাকিলা জাফর (১৩) গত শুক্রবার বাড়ি থেকে বের হয় জীবননগর হাসাদাহের চাকলা গ্রামের মামা দীন মোহাম্মদের বাড়ির উদ্দেশে। মামাবাড়ির পথ ভুলে শাকিলা চুয়াডাঙ্গায় আসে। সন্ধ্যায় শহীদ হাসান চত্বরে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা বাড়ির কথা জানতে চাইলে শাকিলা জানায়, চৌগাছায়। কোথায় যাবে জানতে চাইলে শাকিলা জানায়, মামাবাড়ি হাসাদাহে। সকালে বাড়ি থেকে বের হয়েছি মামাবাড়ি যাবো বলে। অবরোধের কারণে সরাসরি কোনো বাস না পাওয়ায় কেটে কেটে আসছিলাম। কখনো বাসে আবার কখনো সিএনজিতে (থ্রিহুইলার)। এ জন্য পথ ঠিক রাখতে পারেনি। তাছাড়া অনেক দিন পর মামাবাড়ি আসছি। মামাদের বাড়ির ঠিকানা ঠিক বলতে না পারায় সদর থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। সদর থানার ওসি (তদন্ত) এএইচএম কামরুজ্জামান খাঁন শুক্রবার রাতেই চৌগাছা থানায় যোগাযোগ করলে শাকিলার পিতা-মাতাকে খবর দেয়া হয়। গতকাল শনিবার সকাল ১০টার দিকে চৌগাছা থেকে শাকিলার চাচাতো ভাই মশিউর রহমান ও হাসাদাহের খালাতো ভাই আমির হোসেনের কাছে হস্তান্তর করে থানা পুলিশ।