মাথাভাঙ্গা মনিটর: মেক্সিকোয় মাদকচক্রের শীর্ষ ফেরারি সাবেক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সারভান্দো লা টুটা গোমেজকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার সকালে মেক্সিকোর মাদক সহিংসতা কবলিত মিচোয়াকান রাজ্যের প্রধান শহর মোরেলিয়া থেকে কয়েকজন সহযোগীসহ তাকে আটক করে দেশটির কেন্দ্রীয় পুলিশ। কয়েক মাস ধরে গোয়েন্দা জাল বিস্তারের পর লা টুটাকে ধরা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শীর্ষ এ মাদক অপরাধীচক্রের হোতাকে আটককালে একটি গুলিও খরচ করতে হয়নি বলে দাবি করেছে পুলিশ। ৪৯ বছর বয়সী লা টুটা (গোমেজ) মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পিনা নিয়েতোর প্রধান লক্ষ্যে পরিণত হয়েছিলেন। পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে গোমেজের নাইটস টেম্পলার মাদকচক্র ও স্থানীয় নাগরিক কমিটির সশস্ত্র সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী লড়াই চলছিলো। নাগরিক কমিটি টেম্পলার চক্রকে রাজ্য ছাড়া করার চেষ্টায় ছিলো। দুপক্ষের লড়াইয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিলো। মিচোয়াকান রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় ছিলেন প্রেসিডেন্ট পিনা নিয়েতো। এ রাজ্যটি থেকেই সেপ্টেম্বরে মেক্সিকোর বহুল আলোচিত ৪৩ জন শিক্ষার্থী নিখোঁজ হয়েছিলেন। দুর্নীতিপরায়ণ পুলিশ ওই ৪৩ জনকে টেম্পলার চক্রের অপরাধীদের হাতে তুলে দেয়। অপরাধীরা সব শিক্ষার্থীকে খুন করে পুড়িয়ে অবশেষ নদীতে ভাসিয়ে দেয়।