স্টাফ রিপোর্টার: মাগুরা পৌরসভার সার্ভেয়ারের কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতরাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ওই কক্ষে থাকা বেশ কিছু নথিপত্র পুড়ে যায়। মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৌরসভার একটি কক্ষে আগুন লাগার খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নেভান। জানালা দিয়ে ওই কক্ষে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।