বেগম জিয়াকে বাকি জীবন কারাগারে কাটাতে হবে

মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে হানিফ

 

এমপি ফরহাদ হোসেন সভাপতিখালেক সম্পাদক মনোনীত

 

মহাসিন আলী: সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নের মধ্যদিয়ে গতকাল শনিবার বিকেলে মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষ হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। কমিটিতে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনকে সভাপতি ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। বিকেল সাড়ে ৫টায় মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে ওই নাম ঘোষণা দেন।

HANIF

এর আগে অনুষ্ঠানের প্রথম পর্বে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী ও প্রচার সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুঁশিয়ারি করে বলেছেন, আপনার দিন শেষ। আপনি দিন গুনুন। অচিরেই আপনাকে কারাগারে ঢুকতে হবে। মানুষ পুড়িয়ে মারার জন্য আপনাকে বাকি জীবন কারাগারে কাটাতে হবে। প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, বেগম জিয়া সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি সাধারণ মানুষকে ঘরে আটকে রাখতে চান। তাই পেট্রোলবোমায় সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য এসএম কামাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু।

উপস্থিত ছিলেন সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন, সাধারণ সম্পাদক আজগর আলী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসাবউদ্দিন, বর্তমান সহসভাপতি আলহাজ মো. আসকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল হালিম, ভাষা সৈনিক ইসমাইল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, সাংগাঠনিক সম্পাদক আনারুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আয়ূব হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, সাবেক ছাত্রনেতা অ্যাড. আব্দুস সালাম, কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এমএএস ইমন, সদস্য আমিনুল ইসলাম রতন, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস, জেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুল আলম শান্তি, সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব মাহবুব এলাহী, জেলা বাস্তুহারা লীগের সভাপতি সভাপতি সামছুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ আলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রথম পর্বের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মেহেরপুর কোর্ট মসজিদের পেশ ইমাম আলহাজ মাও. আনসার উদ্দিন বেলালী, গিতা পাঠ করেন ননী গোপাল ভট্টাচার্য, বাইবেল পাঠ করেন লুইচ লুথো খান। জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হয়।

মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ জাতীয় ও কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলন শুরু হয়। এ সময় সেখানে শান্তির প্রতিক কবুতর উড়ানো হয়। এরপর বিগত ১০ বছরের বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলনের শুরুতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী দলীয় প্রতিবেদন পাঠ করেন ও সভাপতি সাবেক এমপি জয়নাল আবেদীন স্বাগত বক্তব্য রাখেন।

দীর্ঘ দশ বছর পর অনুষ্ঠেয় এ সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১০টার পর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আগমনে সম্মেলন স্থল শহীদ ড. সামসুজ্জোহা পার্ক কানায় কানায় পূর্ণ হয়।