নেশার ইনজেকশনসহ একজন আটক

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের দৌলাতদিয়াড়ে অভিযান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ নেশার ইনজেকশন ৮শ পিস প্যাথেডিনসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলাতদিয়াড়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তিকে মামলাসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় চুনুরিপাড়ার মৃত কারু মিয়ার ছেলে আরজ আলী দীর্ঘদিন ধরে মাদকব্যবসা চালিয়ে আসছে। গতকাল শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এসআই ইব্রাহিম আলী, এএসাই জগদীশ ও এএসআই রফিকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আরজ আলীর বাড়িতে অভিযান চালান। এ সময় তার ঘরের খাটের নিচ থেকে একটি বস্তায় রাখা ৮শ পিস প্যাথেডিন উদ্ধার করা হয়। প্যাথেডিন উদ্ধারের সময় আরজ আলী দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ পিছু নিয়ে তাকে আটক করে। গতকালই মামলাসহ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।