স্টাফ রিপোর্টার: দর্শনা হঠাৎপাড়ার সাদ্দাম মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে দর্শনার অদূরবর্তী আকন্দবাড়িয়া তমালতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাদ্দাম গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সাদ্দাম হোসেন (২৪) দর্শনা হঠাৎপাড়ার আলমগীর হোসেনের ছেলে। কেন তিনি তমালতলায় গিয়েছিলেন তা অবশ্য নিশ্চিত করে জানা সম্ভব হয়নি।