জীবননগরের নিধিকুণ্ডে বাড়ির উঠোনে বোমা নিক্ষেপ

অল্পের জন্য এসএসসি পরীক্ষার্থীর প্রাণ রক্ষা

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়নের নিধিকুণ্ডু গ্রামের ওসমান আলীর বাড়িতে দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করেছে। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে এসএসসি পরিক্ষার্থী সাজ্জাত হোসেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রামবাসীসূত্রে জানা গেছে, ওসমান আলীর ছেলে এসএসসি পরীক্ষার্থী সাজ্জাত হোসেন বাড়ির জানালার পাশে পড়ছিলো। পড়ার সময় সে বাথরুমে গেলে অজ্ঞাত দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করে। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে জানালার পাশে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন জ্বলতে থাকে। এ সময় উপস্থিত জনতা বালি নিক্ষেপ করে আগুন নিভিয়ে দেয়। খবর পেয়ে শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই ওলিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে বলছে, বোমাটি পেট্রোল বোমা নয়, কেরোসিন বোমা। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেউ আতঙ্ক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।