আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় মসজিদের কমিটি গঠন করাকে কেন্দ্র করে সংঘর্ষের এক পক্ষের দায়ের করা মামলার আসামি আলীমুদ্দিন গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে আলীমুদ্দিনকে গ্রেফতার করে থানায় নেয়া হয়।
জানা গেছে, গত শুক্রবার বিকেলে পাইকপাড়া ক্যাম্প মসজিদে কমিটি গঠনকে কেন্দ্র করে গ্রামের দুপক্ষের মধ্যে সংঘর্ষে হাজি আলী আজগরের ছেলে আব্দুস সাত্তার (৪৫), মৃত তানজিলের ছেলে আনোয়ার হোসেন (৪৫), মৃত আকবরের ছেলে বুলু (৫০) জখম হলে হাজি আলী আজগরের ছেলে হায়দার আলী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় আলীমুদ্দিনসহ ৮ জনের নামে মামলা দায়ের করেন। গত পরশু রাতেই আলমডাঙ্গা থানার এসআই আনিছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আলীমুদ্দিনকে গ্রেফতার করে। গতকালই তাকে সংশ্লিষ্ট মামলায় আলীমুদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়।