আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশনে অভিযান চালিয়ে হেরোইনসহ সেবনকারী শফিকুলকে আটক করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় তাকে আটকের পর তল্লাশি করে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধামের মৃত নবীছদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৫০) দীর্ঘদিন যাবত হেরোইন সেবন করে আসছিলো। গতকাল সে হেরোইন সেবন করার জন্য রেলস্টেশন এলাকায় যাওয়ার সময় আলমডাঙ্গা থানা এসআই মকবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে থানায় নেন। আজ রোববার শফিকুলকে আদালতে প্রেরণ করা হতে পারে।