মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা মুন্সিগঞ্জের গড়চাপড়া গ্রামে বসতবাড়িতে আগুন দিয়ে পরিবারসহ পুড়িয়ে মারার অপচেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অল্পের জন্য প্রাণরক্ষা পেয়েছে গৃহকর্তা। গতপরশু রাত ২টার দিকে কে বা কারা আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক গড়চাপড়া গ্রামের সহিদের ছেলে আলীর (২৮) বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। রাতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে গ্রামবাসী ও প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে নেয়। আলী জানান, রাতে বাড়িতে ছিলাম না। পরিবার নিয়ে আত্মীয়বাড়িতে ছিলাম। দুর্বৃত্তরা আমার বাড়িতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। ঘরে থাকা খাট, আলমারি, আলনা, ড্রেসিং টেবিলসহ বিভিন্ন মালামাল ভস্মীভূত হয়ে যায়। এছাড়া ঘরে থাকা ২৫ হাজার টাকা পুড়ে গেছে।