মাথাভাঙ্গা মনিটর: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে ভারত। গতকাল শনিবার পার্থে ২১তম ম্যাচে ১০৩ রানের সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৮.৫ বলে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছেঁ যায় গত বারের বিশ্বচ্যাম্পিয়নরা। রোহিত শর্মা ৫৭ এবং বিরাট কোহলি ৩৩ রান করে অপরাজিত থাকেন। শেখর ধাওয়ান ১৪ রান করে আউট হয়ে যান।