স্টাফ রিপোর্টার: অভয়নগরে ট্রাক চাপায় পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। নিহত মোজাম্মেল হক (৪০) খুলনার তেরখাদা থানার আজগরা ফাঁড়ির এএসআই। যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজারের তালতলাস্থ আকিজ জুট মিলের সামনে শনিবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মোজাম্মেল হক মোটরসাইকেলযোগে যশোর আদালতে হাজিরার জন্য যাচ্ছিলেন। নওয়াপাড়া বাজারের তালতলাস্থ আকিজ জুট মিলের সামনে পৌঁছুলে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।