সকল প্রস্তুতি সম্পন্ন : মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ

মেহেরপুর অফিস: দীর্ঘ ১০ বছর পর আজ শনিবার মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন ঘিরে শহরের শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে সাজানো হয়েছে মঞ্চ। শহরের বিভিন্ন স্থানে তৈরি করা হচ্ছে তোরণ, সাঁটানো হচ্ছে রঙ বেরঙের ফেস্টুন। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে সাজসাজ রব।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহের বিভিন্ন স্থানে করা হয়েছে বিভিন্ন নামের তোরণ। সাঁটানো হয়েছে রঙ বেরঙের ফেস্টুন। বিশেষ করে কাউন্সিলের স্থল মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানকে সাজানো হয়েছে আকর্ষণীয় করে।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রচারপত্রে জানা গেছে, আজ এ অনুষ্ঠান সফল করতে মেহেরপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য কাজি জাফর উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক এমপি, অ্যাড. সুবাস চন্দ্র বোস, সদস্য বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মোস্তফা মোহাম্মদ ফারুক, এসএম কামাল হোসেন ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি। সভা পরিচালনা করবেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন।
উল্লেখ্য, রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনসহ বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে মেহেরপুরের এ সম্মেলন করা সম্ভব হয়নি। ২০০৫ সালের ২০ জানুয়ারি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। ওই সম্মেলনে জয়নাল আবেদীন সভাপতি ও অ্যাড. মিয়াজান আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রে প্রতি তিন বছর পরপর জেলা সম্মেলন করার কথা থকলেও দীর্ঘ ১০ বছর পর আজ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সম্মেলন।
এদিকে গতকাল মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন জানান, সম্মেলন সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সন্ধ্যার আগে পর্যন্ত মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলীসহ দলের প্রায় সকল নেতাকর্মী সামসুজ্জোহা নগর উদ্যান পরিদর্শন করেছেন। তিনি মনে করেন সকল নেতাকর্মীর ঐক্যবদ্ধ এবং সুষ্ঠুভাবে এ কাউন্সিল সম্পন্ন হবে। তিনি আরো বলেন, কেন্দ্রীয় নেতারা রাতে কুষ্টিয়াতে অবস্থান করবেন এবং শনিবার সকালে সম্মেলন স্থলে উপস্থিত হবেন। ইতোমধ্যে নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপার মেহেরপুরকে দায়িত্ব দেয়া হয়েছে।

Leave a comment