মেহেরপুর অফিস: মেহেরপুরের পল্লিতে পরকীয়া প্রেমের কারণে স্বামী মিনারুল ইসলামকে বিষপান করিয়ে হত্যার অপচেষ্টা চালিয়েছে স্ত্রী সাবিনা খাতুন। স্বামী মিনারুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ঝাঁঝাঁ গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা হরিরামপুর গ্রামের সাদ আহমেদের মেয়ে সাবিনা খাতুনের সাথে পার্শ্ববর্তী ঝাঁঝাঁ গ্রামের মুস্তাকিমের ছেলে মিনারুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর সাবিনা খাতুন মোবাইলফোনে পার্শ্ববর্তী মনোহরপুর গ্রামের ইরফান আলীর ছেলে সাইফুল ইসলামের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। গোপনে গোপনে প্রেম চালিয়ে গেলেও সম্প্রতি স্ত্রী সাবিনা খাতুনের পরকীয়া প্রেমের কথা তার স্বামী মিনারুল ইসলাম জেনে যায়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে পড়ে পরকীয়া প্রেমিক জুটি সাবিনা খাতুন ও সাইফুল ইসলাম। পরে তারা পথের কাঁটা সরাতে মিনারুল ইসলামকে হত্যার ষড়যন্ত্র করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার রাতে সাবিনা খাতুন তার স্বামী মিনারুল ইসলামকে সরবতের সাথে ঘাসমারা বিষপান করায়। এতে স্বামী মিনারুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে ওই রাতেই তাকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। মিনারুল ইসলাম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়ছেন। এদিকে স্ত্রী সাবিনা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঘটনার পর থেকে প্রেমিক পুরুষ সাইফুল ইসলাম গাঢাকা দিয়েছে।