মেহেরপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

মেহেরপুর অফিস: মেহেরপুরের ঝাউবাড়িয়া বাবরপাড়ায় বান্ধবীদের সাথে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে হাবিবা খাতুন (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। হাবিবা খাতুন মেহেরপুরে সদর উপজেলার ঝাঁউবাড়িয়া গ্রামের বাবরপাড়া এলাকার হাফিজুল ইসলামের মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। গতকাল শুক্রবার বেলা আড়াইটার সময় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত হাবিবার পিতা হাফিজুল ইসলাম জানান, বেলা ২টার দিকে হাবিবা খাতুন তার কয়েক জন বান্ধবীর সাথে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায়। পরে গ্রামের লোকজন তাকে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার পাল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a comment