চলতি বছর অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তারকা অভিনেত্রী লুপিটা নিয়ঙ্গ যে পোশাকটি পরে বিশ্বমিডিয়ার নজর কেড়েছিলেন সেটি চুরি হয়ে গেছে। মনিমুক্তা খঁচিত ওই পোশাকটির দাম ছিল প্রায় দেড় লাখ মার্কিন ডলার। ওই অভিনেত্রী এই খবরটি প্রকাশ করার সঙ্গে সঙ্গে এটির খোঁজে গোয়েন্দারা ব্যাপক অভিযান শুরু করেছেন। এই পোষাকের ডিজাইনার বলেছেন, তিনি খবরটি শুনে মোটেও অবাক হননি। তিনি বলেছেন, তার ডিজাইন করা পোষাকের দিকে চোরদের নজর থাকে। কারণ তিনি ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করেন যা অস্কারের মতো অনুষ্ঠানে সবার নজর কাড়ে। তাছাড়া তিনি মনিমুক্তাসহ মূল্যবান উপকরণ ব্যবহার করেন বিশেষ বিশেষ পোষাকে। একটি পোশাক চুরি করতে পারলেই চোরের সারা জীবনের রোজগার!চুরি!