স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার জয়নগর সীমান্ত থেকে ৯৬ বোতল মদ ও ৩৯৬ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে এগুলো জব্দ করা হয়। দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রবিউল আলম জানান, গতকাল শুক্রবার ভোরে হাবিলদার আসাদ ও জাহিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে জয়নগর সীমান্তের পৃথক স্থান থেকে এগুলো জব্দ করেন।