ছাত্রলীগের সাবেক নেতাদের জেলা আ.লীগের কমিটিতে স্থান দেয়ার দাবি

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আওয়ামী লীগের কমিটিতে ছাত্রলীগের সাবেক ছাত্র নেতাদেরকে যোগ্য স্থান দেয়ায় দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের মতবিনিময় থেকে ওই দাবি জানানো হয়। আজ শনিবার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান উদ্দীন আহম্মেদ রুপকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল মান্নান ছোট, অ্যাড. আব্দুস সালাম, অ্যাড. ইয়ারুল ইসলাম, আক্কাস আলী, সাইফুল ইসলাম পল্টু, মফিজুর রহমান, ওয়াসিম সাজ্জাদ লিখন, আলামিন হোসেন, সাজ্জাদুল আনাম, শামীম উদ্দীন, আল মামুন, মোশারফ হোসেন, রিয়াজ উদ্দীন, কামরুল হাসান চাঁদু, নিশান সাবের, শেখ মোমিন, আসলাম খান পিন্টু, আনোয়ার হোসেন আনু, এসএম ইমন, আতিকুর রহমান স্বপন, আতিয়ার রহমান হিরা, শহিদুল ইসলাম পেরেশান, মাহফজুজুর রহমান রিটন, রাহিনুর জামান পলেন, হাসানুজ্জামান হিলন, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন ও সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ নেতৃবৃন্দ।

Leave a comment