স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় হরতাল-অবরোধে নাশকতা রোধে রাতের শাদা পোশাকে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ মোটরসাইকেল মহড়া জোরদার করেছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) এএইচএম কামরুজ্জামান খাঁনের নেতৃত্বে পুলিশের ৩০-৩৫ জন সদস্য ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালান। মোটরসাইকেল মহড়ার কারণে চুয়াডাঙ্গায় অপরাধীরা অপরাধ করতে সাহস পাবে না বলে জানান তিনি। তিনি আরও বলেন, পুলিশ চুয়াডাঙ্গার প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় সন্ধ্যা থেকে গভীররাত পর্যন্ত অভিযান চালাচ্ছে। অভিযানে মোটরসাইকেলচালক ও আরোহী থাকলে তাদেরকে নামিয়ে দেয়াসহ সন্দেহজনক ব্যক্তিদের দেহ তল্লাশি করা হচ্ছে। সন্ত্রাস, মাদক ও ছিনতাইকারীদের নিয়ন্ত্রণে রাখতে এ বিশেষ মহড়া।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) এএইচএম কামরুজ্জামান খাঁন গতরাতে দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, সন্ত্রাস ও নাশকাতামূলক কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেয়া হবে না। চুয়াডাঙ্গা শহরে কেউ অপকর্ম করে ঘুরে বেড়াবে তা হতে দেবো না। জেলার আভ্যন্তরীণ সড়ক এবং মহাসড়কের যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে কাজ করবে। অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, তাদের এ উদ্যোগের সাথে এলাকাবাসী অপরাধ প্রবণতা রুখতে পুলিশকে সহায়তা করবে। এছাড়াও জনগণও অপরাধীদের অপরাধ নিয়ন্ত্রণে সাহসী ভূমিকা রাখতে পারবে।