আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত স্কুল চত্বরের উৎসবমঞ্চে এসব অনুষ্ঠিত হয়।
স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ মোল্লা জামসিদুল হক মুনি। উপাধ্যক্ষ মো. শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হারদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, মেহেরপুরের গাংনী উপজেলা প্রাইমারী রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জাহিদুল ইসলাম, এনটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম, প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি ও আনন্দধাম জামে মসজিদের পেশইমাম শেখ সাফায়েতুল ইসলাম। স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মীর মহিউদ্দিন বলেন, কলেজিয়েট স্কুলের পড়াশোনার মান উন্নত হওয়ায় দিনদিন শিক্ষার্থীর সংখ্যা বেড়েই চলেছে। অস্থায়ী এ ক্যাম্পাস থেকে শিগগিরই স্থায়ী ও বড় পরিসরের ক্যাম্পাসে স্কুলটি স্থানান্তর করা হবে। এজন্য সকলকে এগিয়ে আসতে হবে। আব্দুল্লাহ আল জারিফের কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর গীতা থেকে মন্ত্রপাঠ করে জিত কুমার হাইত, হামদ পরিবেশন করে জ্যোতি, নাত এ রসুল শোনায় অবন্তি। সমবেত কণ্ঠে ‘মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি’ পরিবেশনার মধ্যদিয়ে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। এরপর একে একে একক, যৌথ ও দলীয় নৃত্য এবং সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছাড়াও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, শিক্ষার্থীদের অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a comment