রিজার্ভ ২৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ দু হাজার ৩০০ কোটি (২৩ বিলিয়ন) ডলার ছাড়িয়েছে। রফতানি আয় ও রেমিটেন্স প্রবাহ স্থিতিশীল থাকায় প্রথমবারের মতো এ মাইল ফলকে পৌঁছানো সম্ভব হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার রিজার্ভ ২২ বিলিয়ন ছাড়ায় গত বছরের ৭ আগস্ট। বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান জানান, রিজার্ভ ২৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। প্রতি মাসে তিন বিলিয়ন ডলার আমদানি ব্যয় হিসেবে এ রিজার্ভ দিয়ে সাত মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৩ দিনে ৫৯ কোটি ৭৯ লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম সাত মাসে অর্থ্যাৎ জুলাই-জানুয়ারি সময়ে ৮৭২ কোটি ২০ লাখ ডলারের রেমিটেন্স এসেছে। শুধু রেমিটেন্স নয়, রফতানি আয়ও ইতিবাচক রয়েছে। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রফতানি থেকে আয় হয়েছে এক হাজার ৭৮০ কোটি ডলার।

Leave a comment