বেগমপুর ৭ নং ওয়ার্ড উপনির্বাচনের ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

স্টাফ রিপোর্টর: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উপনির্বাচনের মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ এবং দু প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রার্থীদের মধ্যে দুজন আ.লীগ সমর্থিত অপরজন জামায়াত সমর্থিত প্রার্থী।

জানা গেছে, গত বছর চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমাছ আলী মৃত্যুবরণ করলে ওয়ার্ডটির সদস্য পদ শূন্য হয়ে পড়ে। শূন্যপদে উপনির্বাচনের লক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ নির্বাচনে অংশ নিতে ৫ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। গত বুধবার মনোনয়পত্র যাচাই-বাছাই শেষে ইউসুপ আলীর ছেলে আমিনুল ইসলাম, আবু বক্করের ছেলে আব্বাচ আলী ও ইউনুচ বকাউলের ছেলে আনিচ আহম্মেদের মনোনয়নপত্র বৈধ এবং আইয়ুব আলীর ছেলে আমানউল্লাহ ও আজিজুলের ছেলে আলী মিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০১১ সালের ৫ জুন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ওয়ার্ডের মোট ভোটার ৩ হাজার ৬৩৩ জন। কেন্দ্র সংখ্যা তিনটি। কেন্দ্রগুলো হচ্ছে বেগমপুর হাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় এবং বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।