প্রতিবেশীর ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে নওলামারীর মিলন আটক

বিষ খাওয়ার নাটক সাজিয়েও শেষ রক্ষা হল না

 

আলমডাঙ্গা ব্যুরো: বিষ খাওয়ার নাটক সাজিয়েও শেষ রক্ষা হল না নওলামারী গ্রামের মিলন আলীর (২০)। প্রতিবেশীর ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে মিলনকে গ্রেফতার করেছে পুলিশ। রক্তাক্ত অবস্থায় ধর্ষণের শিকার শিশুকন্যাকে উদ্ধার করে আলমডাঙ্গার হারদী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের নওলামারী গ্রামের পশ্চিমপাড়ার সুরাইচাঁদের ছেলে মিলন আলী তার বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশীর ৬ বছর বয়সী শিশুকন্যাকে টিভি দেখার কথা বলে ফুঁসলিয়ে নিজ ঘরে ডেকে নেয়। এক পর্যায়ে তাকে নির্মমভাবে ধর্ষণ করে। শিশুকন্যার চিৎকারে প্রতিবেশীরা ছুটে গেলে রক্তাক্ত অবস্থায় শিশুকন্যাকে ফেলে মিলন পালিয়ে যায়। ধর্ষণের শিকার শিশুকন্যাকে উদ্ধার করে গতকালই হারদীতে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে মিলন আলী বিষপান করার নাটক তৈরি করে। বিষপানের অভিনয় করে সে পার্শ্ববর্তী হরিণাকুণ্ডু স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়। গ্রামসূত্রে জানা গেছে, কর্তব্যরত চিকিৎসক তার মুখের ভেতর নল ঢুকিয়ে পাকস্থলি থেকে বিষ বের করতে গেলে বিপাকে পড়ে সে। ওই সময় তার পুরুষাঙ্গে ব্যথার কথা বলে হাসপাতাল থেকে পালিয়ে যায়। হাসপাতাল থেকে পালিয়েও শেষ রক্ষা হয়নি তার। এরপর গ্রামবাসী মিলনকে গণধোলাই শেষে সন্ধ্যার পর তিওয়বিলা ক্যাম্প আইসি এসআই পিয়ার আলী ও খাসকররা ক্যাম্প আইসি এএসআই আনিসুল করিমের হাতে তুলে দেয়। পরে রাতেই অভিযুক্ত আটক মিলনকে হারদী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

Leave a comment