দামুড়হুদায় বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কনের পিতাকে ১ মাসের জেল

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুর শাহপাড়ায় বাল্যবিয়ের আয়োজনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের পিতা আব্দুল কুদ্দুসকে (৪৮) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর শাহপাড়ার আব্দুল কুদ্দুসের মেয়ে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী কবরী খাতুনের সাথে জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের চাঁদ আলীর ছেলে শাহিনের গতকাল বৃহস্পতিবার বিয়ের দিন ধার্য ছিলো। ধার্য দিনে প্রায় ৬০ জন বরযাত্রীসহ বর শাহিন হাজির হয় কনের পিতার বাড়ি জয়রামপুর শাহপাড়ায়। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুর রশিদ ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কনের জন্ম সনদ দেখতে চাইলে কনের পিতা একটি জন্মসনদ হাজির করেন। তাতে জন্ম তারিখ লেখা আছে ২৩ জানুয়ারি ১৯৯৬। ওই জন্ম সনদটি জাল সন্দেহ হলে তিনি হাউলী ইউপি সচিবকে মূল রেজিস্ট্রারসহ কনের পিতার বাড়িতে তলব করেন এবং চেক করে দেখা যায় ওই জন্মসনদটি সত্যিই জাল। তার প্রকৃত জন্ম তারিখ ২৩ ডিসেম্বর ১৯৯৮। তিনি ওই বাল্যবিয়ে বন্ধ করেন এবং কনের পিতাকে আটক করে দামুড়হুদা উপজেলা পরিষদে নেন। বিকেল ৩টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে নিরোধ আইনে কনের পিতাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম।