আলমডাঙ্গা কৃষ্ণপুরের প্রবীণ ব্যক্তি নজর আলীর ইন্তেকাল

 

নূর আলী মোল্লা: আলমডাঙ্গা কৃষ্ণপুরের সবচে প্রবীণ ব্যক্তি নজর আলী মণ্ডল আর নেই (ইন্নালিল্লাহে……রাজেউন)। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি নিজ বাড়িতে মারা যান। বিকেলে তার দাফন সম্পন্ন হয়। নজর আলী মণ্ডল বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলাধীন জেহালা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত জুনাব আলী মণ্ডলের ছেলে নজর আলী মণ্ডল (১০৪) এলাকার সবচে প্রবীণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান। বাদ আছর তার দাফন সম্পন্ন হয়। গ্রামের ক্বারী নূর হাসান বেলালীর পিতা নজর আলী মণ্ডল মৃত্যুকালে দু সন্তান, নাতি-নাতকুরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a comment