সিরিয়ায় ১৫০ খ্রিস্টানকে অপহরণ করেছে আইএস

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলের আল হাসাকা প্রদেশের একটি অ্যাসিরীয় খ্রিস্টান গ্রাম থেকে অন্ততপক্ষে ১৫০ জনকে অপহরণ করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। গ্রামটিতে হামলা চালানোর পর এদের অপহরণ করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে সিরীয় খ্রিস্টান গোষ্ঠীগুলো। সিরিয়ার ভেতরে ও বাইরে কাজ করা বেশ কয়েকটি সিরীয় খ্রিস্টান এনজিও’র প্রতিনিধিত্বকারী গোষ্ঠী সিরিয়াক ন্যাশনাল কাউন্সিল ফর সিরিয়া জানিয়েছে, তারা যাচাই করে গ্রামটির অন্ততপক্ষে ১৫০ জনকে নিখোঁজ পেয়েছেন, এদের মধ্যে নারী ও বর্ষিয়ান ব্যক্তিরা রয়েছেন। জঙ্গিরা এদের অপহরণ করেছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। জর্দানের রাজধানী আম্মান থেকে গোষ্ঠীটির সভাপতি বাজাম ইসহাক বলেছেন, ঘটনাস্থলে থাকা আমাদের সূত্রের মাধ্যমে আমরা যাচাই করে দেখেছি, অন্ততপক্ষে ১৫০ জনকে অপহরণ করা হয়েছে।