যুক্তরাষ্ট্রে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ৫০

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ট্রাকের সাথে একটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে চারটি বগি লাইনচ্যুত হয়েছে। গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসের উত্তর-পশ্চিমাঞ্চলে রেল ক্রসিং অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। পুলিশ ট্রাকের চালককে আটক করেছে। লস এঞ্জেলেসের উত্তর-পশ্চিমাঞ্চলের অক্সনার্ডে একটি ট্রাক রেল ক্রসিঙের ওপর বন্ধ হয়ে যায়। এ সময় একটি কমিউটার ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় ৫০ জন আহত হয়। আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। ঘটনাস্থলের এক মাইল দূর থেকে ট্রাকচালককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে অপরাধ করে পালিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। ট্রেন পরিচালনাকারী সংস্থা মেট্রোলিংকের মুখপাত্র স্কট জনসন বলেন, ট্রেনটি ইস্ট ভেনচুরা থেকে লস এঞ্জেলেসে যাচ্ছিলো। ট্রেনটি তার গন্তব্যের ৬৫ মাইল দূরে দুর্ঘটনার কবলে পড়ে। সংঘর্ষের সময় ট্রেনের গতিবেগ ছিলো ঘণ্টায় ৬৫ থেকে ৮০ কিলোমিটার।

Leave a comment