মুজিবনগর প্রতিনিধি: শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তায় সর্বত্রই আমরা এ স্লোগানকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর সমাবেশ বুধবার বেলা ১১টার দিকে মুজিবনগর কমপ্লেক্স আনসার ব্যারাকে অনুষ্ঠিত হয়েছে। বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আনসার-ভিডিপির কমান্ড্যান্ট শহিদুল আজম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আনসার-ভিডিপি অফিসার গাজী মাহাবুবুজ্জামান। বক্তব্য রাখেন- মুজিবনগর উপজেলা আনসার-ভিডিপি অফিসার মহিবুল হক, ইউপি কমান্ডার আবুল কাশেম।