মাগুরায় পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

 

স্টাফ রিপোর্টার: মাগুরা সদর উপজেলায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে দাউদ আলী ওরফে টাইগার দাউদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দাউদের পিতার নাম বাবর আলী। তার বাড়ি জেলার সদর উপজেলার গৌড়িচরণপুর গ্রামে। গত মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ছোট খালিমপুর গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত দাউদ চাঁদাবাজ ও সন্ত্রাসী। এছাড়া বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন। পুলিশ জানায়, সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের বড়ইচারা গ্রাম থেকে মঙ্গলবার রাত ১১টার দিকে দাউদকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল রাতে অস্ত্র উদ্ধারে যায়। ছোট খালিমপুরে পৌঁছুলে দাউদের সহযোগীরা তাকে ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় পালাতে গিয়ে দাউদ গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে ১টি বন্দুক, ১টি রাইফেল ও ১টি এয়ারগান এবং ২১টি গুলি উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন। পুলিশ জানায়, দাউদ সন্ত্রাস ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে ৬টি হত্যা এবং ২টি অস্ত্র আইনে মামলা রয়েছে।

Leave a comment