মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্র গণতন্ত্রের বড় অংশ : জাতিসংঘ

মাথাভাঙ্গা মনিটর: মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের অস্তিত্বকে যেকোনো দেশের গণতন্ত্রের বড় একটি অংশ বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের মুখপাত্র স্টিফেন ডুজাররিক। জাতিসংঘের নিয়মিত সংবাদ-সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে এক প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন। প্রশ্নোত্তর-পর্বের বাংলাদেশ অংশটি হলো- প্রশ্ন: আমি আপনার কাছে বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করতে চাই। বাংলাদেশে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। তবে আপনার কাছে আমার প্রশ্নটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক একটি বিবৃতি সম্পর্কে। তিনি বলেছেন, সড়কে আন্দোলনকারীরা পোস্টারের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে, এমন একটি ছবি ছাপানোর জন্য ডেইলি স্টার নামে একটি সংবাদপত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত। এ ব্যাপারে আপনার কোনো প্রতিক্রিয়া আছে কি? মুখপাত্র: আমার কাছে আপনার জন্য নতুন কোনো খবর নেই। তবে অবশ্যই আমরা মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রসমূহের টিকে থাকার অধিকারকে সমর্থন করি, যা যেকোনো দেশের গণতন্ত্রের জন্য বড় একটি অংশ।