গাংনীতে ৪টি বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে গাংনী থানা পুলিশ বোমাসাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে পানি-বালি ভর্তি পাত্রে প্রাথমিক নিষ্ক্রীয় করে। বহন করে নিয়ে যাওয়ার সময় পথচারীদের দেখে বোমাসাদৃশ্য বস্তু ফেলে দুর্বৃত্তরা পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, জোড়পুকুরিয়া গ্রামের প্রধান সড়কের পাশে স্কুলশিক্ষক হাসান আলীর আমবাগানের পাশে সন্দেহজনক একটি ব্যাগ থেকে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তুষভর্তি বাজারের ব্যাগ থেকে বোমাসাদৃশ্য ৪টি বস্তু উদ্ধার করে। সবগুলো লালস্কচ টেপ দিয়ে মোড়ানো। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

Leave a comment