আলমডাঙ্গা শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ডাউকি প্রতিনিধি: আলমডাঙ্গার শিশু নিকেতন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপি আনন্দঘন পরিবেশে শিশু নিকেতন বিদ্যালয়ের অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলামডাঙ্গা শাখার স্টান্ডার্ড ব্যাংকের ব্যাবস্থাপক সুবীর মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন শিশুকুজ্ঞ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ইলিয়াস হোসেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক তামীম হোসাইন ডালিমের উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল বারী, রিজিয়া খাতুন, সুমি খাতুন, মনিরা খাতুন, মোস্তাফিজুর রহমান জুয়েল জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

Leave a comment