আরব আমিরাতকে ২ উইকেটে হারালো আয়ারল্যান্ড

মাথাভাঙ্গা মনিটর: শ্বাসরুদ্ধকর ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। ২৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় পায় আয়ারল্যান্ড। বিশ্বকাপে এটি তাদের দ্বিতীয় জয়। দলের পক্ষে কেভিনও ব্রায়েন ২৫ বলে ৫০ এবং উইলসোন করেন ৮০ রান। এর আগে গতকাল বুধবার টসে হেরে ব্রিসবেনের গ্যাবায় আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় আরব আমিরাত। দলের পক্ষে সেঞ্চুরিসহ সর্বোচ্চ ১০৬ রান করেন সিমন আনওয়ার। ১২৭ বল খেলে তিনি এ রান করেন।

বিশ্বকাপে এটাই আরব আমিরাতের কোনো ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি। আর দেশের হয়ে দ্বিতীয়। এছাড়াও আরব আমিরাত দলের আমজাদ ৪৫, আমজাদ জাভেদ ৪২ এবং খুররম খান ৩৬ রান করতে সক্ষম হন।

 

Leave a comment