স্টাফ রিপোর্টার: দেশব্যাপি ২০ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীদের পুলিশ কর্তৃক হত্যা, নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে ও ২০ দলীয় জোট ঘোষিত ৭২ ঘণ্টার হরতাল এবং চলমান অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল পৃথক মিছিল ও সমাবেশ করেছে।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম হাসান টুটুল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি কিছু দূর অগ্রসর হওয়ার পর পুলিশের বাধায় আত্মবিশ্বাস কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদল নেতা সরোয়ার উদ্দীন। মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম হাসান টুটুল, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মাসুদুল হক মাসুদ, সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান, পৌর ছাত্রদল নেতা সমসের, সেতু, ফিরোজ, সুমন, সদর উপজেলা ছাত্রদল নেতা করিম, রাজু, মাহাবুল সহ চুয়াডাঙ্গা সদর উপজেলা, পৌর, সরকারী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
সমাবেশে ছাত্রদল নেতারা বলেন হামলা, মামলা, খুন গুম করে ছাত্রদের আন্দোলনকে বন্ধ করা যাবেনা। ছাত্রদল নেতারা সরকারের প্রতি আহ্বান জানান অবিলম্বে বর্তমান অবৈধ সংসদ ভেঙে দিয়ে সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা। তারা চুয়াডাঙ্গা জেলাব্যাপি সকল আটককৃত নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করে ৭২ ঘণ্টার হরতাল সফল করা জন্য জেলাবাসীকে আহ্বান জানান।
অপরদিকে জেলা ছাত্রদলেল যুগ্ম আহ্বায়ক মুনজুরুল জাহিদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় সড়কের সামনে থেকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল হরতালের সমর্থনে ঝটিকা মিছিল রেব করে।
হরতালের সমর্থনে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের পৃথক মিছিল ও সমাবেশ
