মেহেরপুর হাসপাতালে হাজতির মৃত্যু

মেহেরপুর অফিস: মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাম মোস্তফা (৫২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। গোলাম মোস্তফা মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামের মৃত আলেহিমের ছেলে।

গত ১৬ ফেব্রুয়ারি ফজরের নামাজের পর মসজিদ থেকে বাড়ি ফেরার পথে কোলা গ্রামের পল্লি চিকিৎসক লিয়াকত আলীর মাথা লক্ষ্য করে ধারালো অস্ত্রের আঘাত করে গোলাম মোস্তফা। স্থানীয় লোকজন রক্তাক্ত জখম পল্লি চিকিৎসক লিয়াকত আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এছাড়া গোলাম মোস্তফাকে ধরে গণপিটুনি শেষে মেহেরপুর সদর থানা পুলিশে হস্তান্তর করে। পরে লিয়াকত আলীর দায়ের করা মামলায় পুলিশ গোলাম মোস্তফা মেহেরপুর জেলহাজতে পাঠায়। সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পুলিশ পাহারায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয় বলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অলোক কুমার দাস নিশ্চিত করেন।

জেলার এনায়েত হোসেন জানান, রাতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আনোয়ার পারভেজ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানা পুলিশের ওসি আহসান হাবিব। বিকেল ৩টার দিকে লাশের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়। লাশ বাড়িতে পৌঁছুলে সেখানে স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ ভারী হয়ে ওঠে। ক্রন্দনরত অনেক স্বজন জানান, গোলাম মোস্তফা মানসিক রোগী ছিলেন। এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে কোলা ঈদগা মাঠে লাশের নামাজে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে লাশ দাফন করা হয়।

Leave a comment