আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার খাসকররা ইউনিয়ন ভূমি অফিস, আইলহাস মাধ্যমিক বিদ্যালয় ও আইলহাস সরকারি প্রাথমিক বিদ্যালয় গতকাল মঙ্গলবার পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমান, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, আইলহাস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজালুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি পারভীন, বিদ্যালয়ের সভাপতি তোফাজ্জেল বিশ্বাস, দাতা সদস্য হারুন বিশ্বাস, ডা. বুলবুল আহমেদ শিপন, ইউনিয়ন যুবলীগ সভাপতি আমিরুল ইসলাম, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, আব্দুল হামিদ প্রমুখ।