স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার গড়চাপড়ার টিটোন চৌধুরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতাল ভর্তি করা হয়েছে। তিনি চুয়াডাঙ্গা সমবায় নিউমার্কেটের ভিতরে পাসপোর্ট অফিসের এজেন্সি। গতকাল মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের খদিয়াখালী শ্মশানঘাটের অদূরে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসতালে নেয়। টিটোনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। গতরাতেই তাকে ঢাকা উদ্দেশে নেয়া হয়েছে। তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন নাকি অন্য কেউ তাকে গুরুতর আহত করেছে। তা কেউ স্পষ্ট বলতে পারেননি।
এদিকে সাথে থাকা নিকটজনেরা জানিয়েছেন, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের পটলা চৌধুরীর ছেলে টিটোন চৌধুরী চুয়াডাঙ্গা সমবায় নিউমার্কেটের ভেতরে পাসপোর্ট অফিসের এজেন্সি। গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে খুদিয়াখালী নামক স্থানে একটি শেয়ালের সাথে ধাক্কা লেগে রাস্তার ওপর আছড়ে পড়েন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসতালে নেয়া হয়। তার অবস্থা আঙ্কশজনক হওয়ায় চিকিৎসক ঢাকায় নিতে বলেন। টিটোনকে রাতেই ঢাকার উদ্দেশে নেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি মৃত্যুর সাথে লড়ছিলেন।