মনোনয়নপত্র সংগ্রহ শুরু : ২৯ মার্চ ভোট গ্রহণ

দামুড়হুদার নতিপোতা ও নবগঠিত নাটুদহ ইউপি নির্বাচনের তফশিল ঘোষণা

 

বখতিয়ার হোসেন বকুল: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুনর্গঠিত নতিপোতা ও নবগঠিত নাটুদাহ ইউনিয়নের সাধারণ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। গত রোববার বিকেলে জেলা নির্বাচন অফিসার মো. আনিছুর রহমান রিটার্নিং অফিসার নিয়োগপূর্বক এ দুটি ইউনিয়নের নির্বাচনী তফশিল ঘোষণা করেন। ঘোষিত তফশিলে বলা হয়েছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩ মার্চ, ৫ মার্চ মনোনয়নপত্র বাছাই, ১১ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ২৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার দুপুরে নবগঠিত নাটুদাহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কুনিয়া গ্রামের হাজি আব্দুস সাত্তারের ছেলে হাজি আশরাফ আলী সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ বিষয়ে রিটার্নিং অফিসার দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ জানান, জেলা নির্বাচন অফিসার চুয়াডাঙ্গা কর্তৃক গত রোববার বিকেলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা-২০১০’র বিধি অনুযায়ী নতিপোতা (পুনর্গঠিত) ও নাটুদাহ (নবগঠিত) ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য এবং সাধারণ আসনের সদস্য পদে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যেই ওয়ার্ড বিভাজন, ভোটকেন্দ্র নির্ধারণ ও হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতসহ ঘোষিত তফশিলে উল্লেখিত সময়সূচি সংক্রান্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী গতকাল ২৩ ফেব্রুয়ারি সকাল থেকেই রিটার্নিং অফিসারের নিকট থেকে প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের জন্য অটোরিকশা, কোট, খড়ের গাদা, টেবিল ফ্যান, ঢোল, তাবু, তালগাছ, দুপি পাতা, পাগড়ি, প্রিজ, রজনীগন্ধা ও সাহেবি টুপি, সংরক্ষিত মহিলা সদস্য পদের জন্য কড়াই, গলার হার, চিরুনি, জবা ফুল, নূপুর, পাউরুটি, পেন্সিল কাটার, বিড়াল, বেগুন, স্কুলব্যাগ এবং সাধারণ আসনের সদস্য পদের জন্য খাম, সাঁকো, টর্চ লাইট, তাল, পানির পাম্প, পাহাড়, বসার টুল, ভ্যান গাড়ি, মরিচ, যাঁতা, রেললাইন ও লিচু প্রতীক বরাদ্দ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নবগঠিত নাটুদাহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কুনিয়া গ্রামের হাজি আব্দুস সাত্তারের ছেলে হাজি আশরাফ আলী সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৯ মার্চ একই দিনে দুটি ইউনিয়নেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, ভোটারদের সুবিধার জন্য নবগঠিত নাটুদাহ ইউনিয়নের ১ নং ওয়ার্ড খলিশাগাড়ী ও গোচিয়ারপাড়ার ভোটারদের জন্য খলিশাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২ নং ওয়ার্ড জগন্নাথপুরের ভোটারদের জন্য নাটুদহ মাধ্যমিক বিদ্যালয়, ৩ নং ওয়ার্ড বোয়ালমারী ও ফকিরপাড়ার ভোটারদের জন্য বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪ নং ওয়ার্ড চারুলিয়া পশ্চিমপাড়া ও নাটুদহের ভোটারদের জন্য চারুলিয়া শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫ নং ওয়ার্ড চারুলিয়া পূর্বপাড়া ও দুলালনগর গ্রামের ভোটারদের জন্য চারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬ নং ওয়ার্ড চন্দ্রবাস উত্তরপাড়ার ভোটারদের জন্য চন্দ্রবাস স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা, ৭ নং চন্দ্রবাস দক্ষিন পাড়ার ভোটারদের জন্য চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮ নং ওযার্ড ছাতিয়ানতলার ভোটারদের জন্য ছাতিয়ানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৯ নং ওয়ার্ড কুনিয়া গ্রামের ভোটারদের জন্য কুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পুনর্গঠিত নতিপোতা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছুটিপুর, বিলদলকা ও মরগাংনীর ভোটারদের জন্য ছুটিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২ নং ওয়ার্ড পোতারপাড়ার ভোটারদের জন্য পোতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩ নং ওয়ার্ড ভগিরথপুরের ভোটারদের জন্য নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়, ৪ নং ওয়ার্ড নতিপোতা গ্রামের ভোটারদের জন্য নতিপোতা ইউনিয়ন পরিষদ, ৫ নং ওয়ার্ড কালিয়াবকরির ভোটারদের জন্য কালিয়াবকরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬ নং ওয়ার্ড রুদ্রপুরের ভোটারদের জন্য রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭ নং ওয়ার্ডের একাংশ হেমায়েতপুর গ্রামের ভোটারদের জন্য হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭ নং ওয়ার্ডের আরেক অংশ বেড়বাড়ি ও করিমপুর গ্রামের ভোটারদের জন্য বেড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮ নং ওয়ার্ড হোগলডাঙ্গা উত্তরপাড়ার ভোটারদের জন্য হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৯ নং ওয়ার্ড হোগলডাঙ্গা দক্ষিণপাড়ার ভোটারদের জন্য হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

Leave a comment