আবদুল জব্বারের রায় আজ

স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে একাত্তরে মানবতা-বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক। গত বছরের ৩ ডিসেম্বর মামলার সর্বশেষ ধাপ যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ায় এ মামলার রায় যে কোন দিন ঘোষণা করা হবে মর্মে তা অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। আবদুল জব্বারের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, নির্যাতনসহ ৫টি মানবতাবিরোধী অভিযোগ আনা হয়েছে। এগুলোতে ৩৬ জনকে হত্যা-গণহত্যা, ২শ জনকে ধর্মান্তরিতকরণ এবং লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে ৫৮৭টি বাড়ি-ঘর ধ্বংস করার মতো অভিযোগ রয়েছে। তবে মামলার শুরু থেকেই আবদুল জব্বার পলাতক আছেন। আইনানুযায়ী তার অনুপস্থিতিতেই এ মামলার বিচারকার্যক্রম শেষ হয়। গত বছরের ১২ মে জব্বারের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিলকৃত ৫টি অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। তবে তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে না পারায় নিয়ম অনুযায়ী পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হয়। তাতেও তিনি ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় গত বছরের ৮ জুলাই তার অনুপস্থিতিতেই বিচার কাজ শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক আবদুল জব্বারের পক্ষে বিচারকাজ চালানোর জন্য মোহাম্মদ আবুল হাসানকে রাষ্ট্রীয় খরচে আইনজীবী হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। গত বছরের ১৪ আগস্ট আবদুল জব্বারের বিরুদ্ধে পাঁচটি অভিযোগে অভিযোগ (চার্জ) গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ৭ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করেন প্রসিকিউটর জাহিদ ইমাম। ওই দিন থেকে ১৭ নভেম্বর পর্যন্ত আবদুল জব্বারের বিরুদ্ধে এই মামলার তদন্ত কর্মকর্তা হেলালউদ্দিনসহ রাষ্ট্রপক্ষের ৩৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।