হরতাল-অবরোধের সমর্থনে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল হরতালের সমর্থনে পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছে। দলীয় নেতাকর্মীদের খুন-গুম ও গ্রেফতারের প্রতিবাদে ও সরকারের পদত্যাগসহ দ্রুত সুষ্ঠু নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

জেলা ছাত্রদলের যুগ্মাআহবায়ক রাজিব খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল রোববার সকাল ১০টার দিকে চুয়াডালঙ্গা জেলা ছাত্রদলের যুগ্মাআহবায়ক জাহিদ মো. রাজিব খান ও যুগ্ম আহ্বায়ক মোমিনুর রহমান মোমিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পান্না সিনেমা হলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে জেলা ছাত্রদলের যুগ্মাআহবায়ক মোমিনুর রহমান মোমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্মাআহবায়ক জাহিদ মো. রাজিব খান, শাহাজাহান খান প্রমুখ। সমাবেশে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ন্যায়ভিত্তিক আন্দোলনের এ শান্তিপুর্ন কর্মসূচি চলমান থাকবে। ছাত্রসমাজকে তার চেতনা থেকেই, এদেশ রক্ষার আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অপরদিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম হাসান টুটুল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল সাড়ে ৭টার দিকে সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পান্না সিনেমাহলের সামনে এসে সংক্ষিপ্ত সামবেশ করে। সমাবেশে সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম হাসান টুটুল। পৌর ছাত্রদলের সভাপতি ইমরান মহলদার রিন্টু, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান প্রমুখ।

Leave a comment