স্কাউটস সপ্তা উপলক্ষে চুয়াডাঙ্গায় শোভাযাত্রাসহ গৃহীত কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার: স্কাউটস সপ্তা উপলক্ষে চুয়াডাঙ্গায় গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় শোভযাত্রার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও কাব স্কাউটদের মধ্যে কিমস গেমস, জ্ঞান-জিজ্ঞাসা এবং রচনা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, শোভাযাত্রায় জেলা প্রশাসকসহ প্রশাসনিক কর্মকর্তাসহ ১৬টি কাপ ও স্কাউট দলের সমন্বয়ে বর্ণঢ্য শোভযাত্রা শহর প্রদক্ষিণ করে। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্র নাথ পোদ্দার। স্বাগত বক্তব্য রাখেন ওয়ালিউল্লাহ সিদ্দিক। সম্পাদক বিপিএর জীবনীর ওপর বক্তব্য রাখেন জেলা স্কাউট কমিশনার মো. রেজাউল হক। সিরাজুল ইসলাম, নাজমুল আরেফিন, নাজমুল হক, ফুরকান আলী, বেলাল হোসেন, আসলাম উদ্দীন, আশারাফী বেগম, ভিক্টোরিয়া নাসরিনসহ কাব ও স্কাউট লিডারগণ উপস্থিত থেকে আয়োজিত অনুষ্ঠানমালা প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শাহনাজ ফারুক।