আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের সন্তোষপুর-হাসাদাহ ভায়া আন্দুলবাড়িয়া জিসি সড়ক ও মিস্ত্রিপাড়া ভৈরব নদীর ওপর আরসিসি গার্ডার ব্রিজ পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে আন্দুলবাড়িয়া মিস্ত্রিপাড়া মোড়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। নির্মাণকাজে ব্যয় ধরা হয়েছে- ১ কোটি ৮৮ লাখ ৩২ হাজার ৪৭১ টাকা ৬০ পয়সা। এ সময় উপস্থিত ছিলেন- জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, চুয়াডাঙ্গা র্নিবাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, জীবননগর উপজেলা প্রকৌশলী সাহিদুজ্জামান, ঠিকাদার জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, রায়পুর ইউপি চেয়ারম্যান মির্জ্জা তাহাজ্জত হোসেন, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান ছুরউদ্দিন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোক্তার হোসেন, সম্পাদক শেখ শফিকুল ইসলাম মোক্তার, সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, আওয়ামী লীগ নেতা বোগদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত হোসেন, পল্লি চিকিৎসক সালাহ উদ্দিন, শেখ আতিয়ার রহমান, যুবলীগ নেতা ফয়সাল ও রেজাউল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পল্লি চিকিৎসক খন্দকার মিজানুর রহমান। উদ্বোধন অনুষ্ঠান শেষে চা চক্র বৈঠকে মুক্তিযোদ্ধা সুজ্জাত হোসেন আনছারবাড়িয়া রেলস্টেশনে মাস্টার নিয়োগ ও স্টেশনটি আধুনিকায়নের জন্য দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় এমপি বলেন, প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সন্তোষপুর-হাসাদাহ সড়কে ভৈরব নদীর ওপর আরসিসি গার্ডার পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করলেন এমপি টগর
