মুজিবনগর উপজেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন

জিয়া সভাপতি মিলু সম্পাদক নির্বাচিত

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল রোববার বিকেলে মুজিবনগর কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের গোপন ব্যালটে জিয়া উদ্দীন বিশ্বাস সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু। সম্মেলন অনুষ্ঠানে জিয়া উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল। বিশেষ অতিথি ছিলেন মহিলা এমপি সেলিনা আখতার বানু, জেলা আওয়ামী লীগের সভাপতি জয়ানাল আবেদীন, সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্মসম্পাদক আব্দুর রশিদ এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, অ্যাড. কলিমউদ্দীন। সম্মেলন শেষে পুরোনো কমিটি বিলুপ্ত করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ করেন এমপি ফরহাদ হোসেন, জেলা আ.লীগ সভাপতি জয়ানাল আবেদীন ও সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী। ফলাফল ঘোষণার পর বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করেন নেতাকর্মীরা।

Leave a comment