দেশে নাশকতা অনেক কমে এসেছে : আইজিপি

স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও জনগণের সহায়তায় দেশে নাশকতা অনেক কমে এসেছে বলে দাবি করেছেন আইজিপি একেএম শহিদুল হক। গতকাল রোববার সকালে রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে আয়োজিত ট্রেনিং অন ট্রান্সন্যাশনাল ক্রাইম সার্ক পার্সপেকটিভের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর ফাতেমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি বলেন, টানা হরতাল-অবরোধের সময় নাশকতার অভিযোগে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রায় ৫০০ জনকে আটক করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ তৎপরতায় নাশকতা অনেক কমে এসেছে দাবি করে তিনি বলেন, নাশকতা সৃষ্টিকারীদের জনগণ অনুমোদন করে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা পেলে এ ধরনের সন্ত্রাস নির্মূল করা সম্ভব হবে।