চুয়াডাঙ্গায় ২৭তম সরকারি-কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

ইসলাম রকিব: চুয়াডাঙ্গায় ২৭তম সরকারি-কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে ওই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা ও ৪ উপজেলা কর্মকর্তারা চার উপজেলার পতাকা উত্তোলন করেন। এরপর দিনব্যাপি ৩২টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সর্বশেষ আর্কষণ ছিলো কর্মকর্তাদের লৌহগোলক নিক্ষেপ। এ প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন চমৎকার স্টাইলে লৌহগোলক নিক্ষেপ করে সকলের দৃষ্ঠি আকর্ষণ করেন।

প্রতিযোগিতা শেষে বিকেল ৩টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মল্লিক সাঈদ মাহাবুবের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হামিম হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরা, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাঃ আজিজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনউজ্জামান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাফিজ, কাস্টমস কর্মকর্তা এএস এম নাজমুল হক শিমুল, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এনডিসি মুনিবুর রহমান এবং প্রতিটি ইভেন্টের ধারা-বিবরণী প্রচার করেন প্রশাসনিক কর্মকর্তা মেহেদী মাসুদ ও হামিদুল ইসলাম। প্রতিযোগিতার ইভেন্টগুলো পরিচালনা করেন ওবাইদুল হক জোয়ার্দ্দার, ইকতিয়ার আহম্মেদ, ফজলুল হক, ইসলাম রকিব, দিলরুবা, আলমগীর কবীর, গোলাম মোস্তফা ও ফিরোজ আহম্মেদ।