আধুনিক চাষ পদ্ধতির প্রসার এখন সময়ের দাবি
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলা। মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এবং চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আয়োজিত কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। মেলা শুরুর পূর্বে এক বর্ণাঢ্য ৱ্যালি বের হয়। ৱ্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী চত্বরে এসে শেষ হয়।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, দেশের খাদ্য ঘাটতি মোকাবেলায় আধুনিক চাষ পদ্ধতির প্রসার এখন সময়ের দাবি। সরকার কর্তৃক গৃহীত যথাযথ পদক্ষেপ গ্রহণের কারণে কৃষি বিভাগ ও কৃষকের যৌথ প্রচেষ্টায় জনসংখ্যা দ্বিগুণ হওয়ার পরও খাদ্য উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞান ভিত্তিক কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে চাষিরা ফসল উৎপাদন করায় বাংলাদেশ স্বয়ং সম্পন্ন অর্জন করে বিদেশে চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। সরকারিভাবে কৃষি অফিসের মাধ্যমে যে প্রযুক্তি সরবরাহ করছে সেটাকে কাজে লাগিয়ে চাষিরা আজ দেশ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। কোন মাটিতে কোন ধরনের ফসল ফলে এবং বিভিন্ন ফসলের রোপণ পদ্ধতি ও উৎপাদন সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় তথ্য কৃষকের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য কৃষি সম্প্রসারণ, গবেষণা প্রতিষ্ঠান, কৃষি তথ্য সার্ভিসসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এর ফলে কৃষকেরা কৃষি উৎপাদন সম্পর্কিত তথ্য জেনে তাদের উৎপাদন বাড়াতে পারবেন। তিনি উপস্থিত সকল কৃষককে কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মরত কর্মকর্তাদের পরামর্শ মোতাবেক কাজ করার পরামর্শ প্রদান করেন যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। কৃষিই সমৃদ্ধি এ কথাকে আবারও স্মরণ করিয়ে দিয়ে প্রধান অতিথি কৃষি ও প্রযুক্তি মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব, সিভিল সার্জন আজিজুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কোহিনুর ইসলাম, মৎস্য কর্মকর্তা, বিএডিসির যুগ্ম পরিচালক আব্দুল মালেক। সমন্বয়কারী হিসেবে ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রকিবুল ইসলাম।
এবারের কৃষি ও প্রযুক্তি মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ২২টি স্টল অংশ নিয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নির্মল কুমার দে। মেলায় কৃষি পণ্যের পাশাপাশি সৌর বিদ্যুত চালিত সাবমার্সিবল পাম্প, ধান মাড়াই মেশিনসহ বিভিন্ন ধরনের কৃষি সহায়ক যন্ত্রপাতি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। সকলের জন্য উন্মুক্ত এ মেলা ৩ দিন সকাল ১০টা রাত ৮টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।