খুলনা বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী গাংনীর রাকিবুল পুরস্কৃত

 

গাংনী প্রতিনিধি: আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় পর্যায়ে দৈর্ঘ্য লাফ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী গাংনীর বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র রাকিবুল ইসলামকে পুরস্কার ও সনদপত্র দেয়া হয়েছে। গতকাল রোববার বিকেলে শিক্ষা অফিসের উদ্যোগে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন তার কার্যালয়ে রাকিবুলের হাতে পুরস্কার তুলে দেন।

রাকিকুল ইসলাম বাঁশবাড়ীয়া গ্রামের মাহতাব উদ্দীনের ছেলে। গত শুক্রবার সকালে খুলনা নূরনগর প্রাথমিক বিদ্যায়য়ে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মকুল, জাতীয়পার্টির নেতা আব্দুল হালিম, শিক্ষক সমিতির নেতা পারভেজ সাজ্জাদ রাজা ও মাজহারুল ইসলাম প্রমুখ।

Leave a comment